অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি নের্তৃত্বাধীন জোট ইয়েমেনে ৪৮ ঘন্টার অস্ত্র বিরতি ঘোষণা করেছে


ইয়েমেনে আজ শনিবার স্থানীয় সময়ে দুপুর থেকে অস্ত্র বিরতি শুরু হয়েছে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি বলছে , সৌদি নের্তৃত্বাধীন সামরিক জোট এই সন্ধির কথা ঘোষণা করে। এক বিবৃতিতে জোট বলেছে হুথি বিদ্রোহিরা , অবরুদ্ধ শহরগুলোতে মানবিক ও চিকিৎসা সাহায্য সরবরাহ ও বিতরণ করতে দিলে এই অস্ত্র বিরতির মেয়াদ আরও বাড়ানো হবে।

হুথি বিদ্রোহীদের সঙ্গে সম্পৃক্ত একজন মুখপাত্র বলেন , অন্য পক্ষ অস্ত্র বিরতি মনে চললে, আমরা ও অস্ত্র বিরতির প্রতি আমাদের অঙ্গীকার রক্ষা করবো।

অস্ত্র বিরতি শুরু হবার পর থেকে কোন রকম সংঘাতের খবর পাওয়া যায়নি। আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে।

জোট এক বিবৃতিতে বলেছে ইয়েমেনর প্রেসিডেন্ট ঐ চুক্তির অনুরোধ করেছিলেন।

জাতিসংঘের হিসেব মতে গত বছর মার্চ মাসে সৌদি নেতৃত্বাধিন জোট ইয়েমেন সামরিক অভিযান শুরু করলে এ পর্যন্ত দশ হাজারের ও বেশি লোক নিহত হয়।

XS
SM
MD
LG