অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের এক বিমান আক্রমণে আই এস এর এক শীর্ষ নেতা নিহত হবার আঁচ অনুমান


যুক্তরাষ্ট্র এটা নিশ্চিত করার চেষ্টা করছে যে গত সপ্তায় সিরিয়ায় বিমান অভিযানে কথিত ইসলামিক স্টেটের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে কী না।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন যে আল শাহাদ্দি শহরের কাছে শুক্রবার জোট বাহিনীর হামলায় তারখান বাতিরাশভিলি যে কীনা আবু ওমর আল শিশানি , কিংবা ওমর দ্য চেচেন নামেও পরিচিত তাকে লক্ষবস্তু করেই আক্রমণ চালানো হয়।

কুক বলেন ঐ বিমান আক্রমণের সময়ে বাতিরাশভিলিকে আই এস এর যোদ্ধাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে আল শাদ্দাদিতে পাঠানো হয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্রের সমর্থনে স্থানীয় বাহিনীগুলো , সিরিয়া-ইরাক সীমান্তে আই এস বা আইসিল ‘এর তৎপরতা রুদ্ধ করে তাদের কৌশলগত ভাবে পরাস্ত করে।

দিনে আরও আগের দিকে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানান যে মনে করা হচ্ছে আই এস এর ঐ কমান্ডার ঐ এলাকায় ছিলেন তার বাহিনীর মনোবল বাড়ানোর লক্ষ্যে।

XS
SM
MD
LG