অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লীতে রঙধনু রঙে উদ্ভাসিত অনুষ্ঠানের মাঝে ১৯তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী ঘোষণা করলেন ব্রিটেনের প্রিন্স চার্লস


Free Syrian Army fighters with their weapons in Jobar, Damascus, August 8, 2013.
Free Syrian Army fighters with their weapons in Jobar, Damascus, August 8, 2013.

কড়া নিরাপত্তা ব্যবস্থা আর চোখ ধাঁধানো বর্ণাঢ্য অনুষ্ঠানের মাঝে শুরু হয়ে গেল বহু সমালোচনামুখর কমনওয়েলথ গেমস । নানা সমালোচনা, বিতর্কের অবসান হলো । প্রিন্স চার্লস ১৯তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন ঘোষণা করলেন । ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বললেন – ‘আমাদের সকল দেশবাসীর জন্য এ হচ্ছে এক গৌরবোজ্জ্বল মূহুর্ত’ ।
৭টি বছর ধরে ৭০ হাজার ঘন্টার পরিশ্রমের ফলশ্রুতি আজকের কমনওয়েলথ গেমস । একশো কোটি মানুষের স্বপ্নের বাস্তব রূপ ।

প্রথম দিনের প্রতিযোগিতায় প্রথম সোনার পদক জিতেছে ৪৮ কেজি ভারোত্তলনে – নাইজেরিয়ার অগাস্টিনা এনকেমনওয়াওকোলো, আর স্বাগতিক ভারতের দুই প্রতিযোগী সোনিয়া ছানু আর সন্ধ্যারাণী জিতেছে রৌপ্য ও ব্রোঞ্জ পদক । পদক জয়ের তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, মহিলাদের ২শো মিটার ফ্রি স্টাইল ও পুরুষদের ৪শো মিটার ফ্রি স্টাইলে সোনা নিয়ে - মোট পাঁচটি পদক জিতেছে । দিল্লীতে রয়েছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সদস্য জুবায়দুর রহমান রাণা । তিনি তীর চালনা, ভারোত্তলন ও শ্যুটিংএ বাংলাদেশের সম্ভাবনা, ভাল ফলাফল করার আশা করছেন বলে জানালেন ।

XS
SM
MD
LG