অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীস পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন নিউ ইয়র্ক প্রবাসী ডক্টর সেলিম জাহান


গ্রীসের ৩০ হাজার কোটি ডলারের ঋণ পরিশোধের দায়বদ্ধতা নিয়ে সরকার গঠন করতে চলেছেন রক্ষণশীল নিউ ডেমোক্র্যাসি পার্টীর এ্যানটোনিস সামারাস । অবিলম্বে সরকার গঠনের জন্যে সবার প্রতি দলিয় রাজনীতি ভুলে গিয়ে সরকার গঠনে মদত দেবার আহ্বান জানানো হচ্ছে । এ পরিস্থিতিকে য়ুরোপের তুলনামুলক কমজোর-রূগ্ন অর্থনীতির দেশগুলো কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছে , ঋণ-সংকট উদ্ধারের প্রতি সমর্থনদানকারী একজন নির্বাচন জিতেছেন এটা দেখে । অন্য কেউ , ঋণ-সংকট উদ্ধারের বিরোধী নির্বাচন জিতলে পরিস্থিতি অন্য রকম হতে পারতো এবং বলতে কি য়ূরো অঞ্চলই ভাঙ্গনের মুখে পড়ে যেতো । এসব নিয়ে আলোচনা করেছেন নিউ ইয়র্ক প্রবাসী অর্থনীতিবীদ-সংবাদ ভাস্যকার, বিশ্লেষক ডক্টর সেলিম জাহান ।

XS
SM
MD
LG