অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আদালত অবমাননা আইনের হালনাগাদ বিষয়ে আসিফ নজরুল


পঁচাশি বছর পর এই প্রথম বাংলাদেশে বৃটিশ আমলের আদালত অবমাননা আইন হালনাগাদ করার প্রক্রিয়া আরম্ভ হয়েছে । বিষয়টি এখন সংসদীয় কমিটির বিবেচনায় রয়েছে । ইতিমধ্যে শোনা যাচ্ছে এ আইনের আওতায় সরকারী কর্মকরগ্তাদেরকে দায়মুক্তি দেওয়ার একটা বিধান রাখার সুপারিশ করা হচ্ছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মনে করেন বাংলাদেশের আমলাদের বর্তমান সরকারের কর্তাবক্তিদের ওপর যে রকমের প্রভাব রয়েছে, তাতে করে এরকম একটা বিধান দূর্নীতি সহায়ক একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যার ফলে দেশে আইন পরিচালন ক্ষেত্রে বৈষম্য দেখা দিতে পারে এবং তাতে করে বিচার বিভাগ কতৃত্ব ক্ষুন্ন হওয়ার আশংকা দেখা দিতে পারে । জনস্বার্থে এ রকমের কোনো বিধান আদৌ সহায়ক হবে না বলে মত পোষণ করেন অধ্যাপক আসিফ নজরূল । ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ বিষয়টি নিয়ে তাঁর সাক্ষাত্কা গ্রহন করে ।

XS
SM
MD
LG