অ্যাকসেসিবিলিটি লিংক

সিপিএম-এর সঙ্গেই জোট গড়েছে কংগ্রেস


এই যে কেরলে সিপিএম-এর বিরুদ্ধে ভোট যুদ্ধে নামা সত্বেও পশ্চিমবঙ্গে সেই সিপিএম-এর সঙ্গেই জোট গড়েছে কংগ্রেস, এটাই কংগ্রেস দলের নতুন রণকৌশল। দলের মুখপাত্র শাকিল আহমেদ বললেন, যে রাজ্যে যে দল শক্তিশালী, সেখানে সেই দলের সঙ্গেই জোট বাঁধবে কংগ্রেস। কেননা, সব রাজ্যে সব দল শক্তিশালী নয়। কিন্তু, কেন্দ্রীয় স্তরে বিজেপি-বিরোধী জোটের নেতৃত্ব আর কারোর হাতে ছাড়তে রাজি নয় কংগ্রেস। কয়েক দিন আগেই বিহারের মুখ্যমন্ত্রি তথা জেডিইউ দলের নেতা নীতিশ কুমার কেন্দ্রীয় স্তরে বিজেপি-বিরোধী জোট গঠনের প্রয়োজনের কথা বলবার পরে ইঙ্গিত দেন যে, তেমন জোটের নেতৃত্ব দিতে তিনি রাজি। তাতেই উদ্বিগ্ন কংগ্রেস। কেননা, জাতীয় স্তরে রাহুল গান্ধী ছাড়া আর কাউকে নেতা হিসেবে মানতে রাজি নয় তারা। কিন্তু মূল কথাটি হল, জাতীয় দল কংগ্রেস আর দেশ জুড়ে কোনও নির্দিষ্ট একটি দলের সঙ্গে জোট গড়বে না। যে রাজ্যে যে দলের জোর বেশি, তারা তাদের সঙ্গে স্থানীয় স্তরে জোট গড়বে।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG