অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সরকারের ঋণ মানের পতন এবং বিশ্বের অর্থ বাজারে দর পতন


যুক্তরাষ্ট্র সরকারের ঋণ মানের পতন এবং বিশ্বের অর্থ বাজারে দর পতন
যুক্তরাষ্ট্র সরকারের ঋণ মানের পতন এবং বিশ্বের অর্থ বাজারে দর পতন

যুক্তরাষ্ট্র সরকারের ঋণ মানের পতন এবং ইউরোপে সরকারী ঋণ সমস্যা নিয়ে অব্যাহত উদ্বেগের প্রতিক্রিয়া হিসেবে বিশ্বের অর্থ বাজারে দর পতন ঘটেছে। এই প্রতিক্রিয়া সম্পর্কে এশিয়ায় ওয়েস্ট প্যাক ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ বলছেন যে বাজার আসলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের ওপর নির্ভর করছে এবং যুক্তরাষ্ট্রের এই শেয়ার বাজার এখন প্রায় ১.৬ শতাংশ নেমে গেছে। সুতরাং আমরা খুব আলাদা করে ভাববার কোন অবকাশ পাচ্ছি না। সোমবার অর্থবাজারের শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের দাম তিন শতাংশ হ্রাস পায় । গোটা এশিয়ায় প্রধান প্রধান সূচক ২ শতাংশ থেকে প্রায় ৪ শতাংশ কমে যায় আর মধ্য দিনের ব্যবসায় ইউরোপীয় শেয়ার বাজারের দাম ৩ শতাংশ নেমে যায়। এস এন্ড পি যুক্তরাষ্ট্রের ঋণ মান যে ট্রিপল এ থেকে নামিয়ে ডাবল এ প্লাস করেছে, আজ সোমবার তারই প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল বিশ্ব অর্থবাজারে। এস এন্ পি তার সিদ্ধান্তের পক্ষে সোমবার এক কনফারেন্স কল করে। এস এন পি ‘র ব্যবস্থাপনা পরিচালক জন চেম্বারস বলেন যুতক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ বৃদ্ধি এবং একটি রাজনৈতিক সহমতে পৌছুতে কংগ্রেস ও প্রেসিডেন্টের অক্ষমতা আসলে উচ্চ ঋণমানের সরকারের সঙ্গে তুলনীয় নয়। তবে এস এন্ড পি ‘র এই অবমূল্যায়নের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গাইথনার । তিনি বলেন যে তারা তাদের সিদ্ধান্তে মারাত্মক ভুল করেছে।

XS
SM
MD
LG