অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রাইমিয়া গণভোটের ফলাফল নিয়ে সৈয়দ মোহাম্মদউল্লার সংবাদ ভাস্য


ক্রাইমিয়ায় গতকালকের গণভোটে বিপুল সংখ্যাধিক্য রূশ সমর্থক অধিবাসিরা য়ুক্রেইন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যাওয়ার পক্ষে রায় দিয়েছে।অপেক্ষাকৃত সংখ্যালঘু জনগোষ্ঠী, মুসলিম সম্প্রদায়সহ বেশ চিন্তান্বিত- কি করা দরকার, কি হবে – এসব প্রশ্নে। পশ্চিম ইতিমধ্যে রাশিয়ার ওপর বিধিনিষেধ আরোপ নিয়ে চিন্তা ভাবনা করছে- এমতাবস্থায় কি করতে হবে , এর পর কি করা প্রয়োজন ইত্যাদি নিয়ে।

এই প্রায় সাড়ে চার কোটি মানুষের দেশটি কি আরো ভাঙ্গতে পারে কিনা- এর অর্থনৈতিক দিকটাই বা কেমনতরো – এসব জিজ্ঞাসাও উঠে আসছে।

ক্রাইমিয়ার গতকালকের গণভোটে ক্রাইমিয়ার প্রায় ৯৫ শতাংশ মানুষ রাশিয়ার পক্ষে রায় দিয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলছি নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক-ভাস্যকার/বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লার সঙ্গে।crimea mohammadullah
please wait
Embed

No media source currently available

0:00 0:02:52 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG