অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে পারমানবিক সংকট নতুন বিস্ফোরণের ঝুঁকি সৃষ্টি করেছে


JSelf-Defence Force/Handout (JAPAN - Tags: DISASTER MILITARY ENERGY) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVIC
JSelf-Defence Force/Handout (JAPAN - Tags: DISASTER MILITARY ENERGY) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVIC

জাপানের ক্ষতিগ্রস্ত পারমানবিক স্থাপনার একটি চুল্লিতে, প্রচন্ড উষ্ণ জ্বালানী রডে যাতে কোন বিস্ফোরণ না ঘটে , সে জন্যে কর্মিরা সেখানে নাইট্রোজেন সরবরাহ করছেন।

ফুকুশিমার স্থাপনায় আজকের এই সঙ্কটটি তৈরি হয় যখন প্রযুক্তিবিদরা শেষ পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চ মাত্রা সম্পন্ন তেজস্ক্রিয় জল চুঁইয়ে পড়াটা বন্ধ করতে সক্ষম হন। ঐ তেজস্ক্রিয়তার কারণে নিকটবর্তী সাগরজলেও তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায় ।

জাপানের মন্ত্রী পরিষদের মূখ্য সচিব ইউকিও এদানো বলেছেন যে জলের এই চুইয়ে পড়া আজ স্থানীয় সময়ে ভোর ছয়টায় বন্ধ হয়েছে । এর আগে পর্যন্ত ঐ জায়গায় পানির নমুনায় দেখা গেছে যে স্বাভাবিকের তুলনায় সেখানে তেজস্ক্রিয়তার মান সাড়ে সত্তর লক্ষ গুণ বেশি।

তবে ইদানো বলছেন যে আস্থাসহ এট বলার সময় এখনও আসেনি যে এই সমস্যার নিস্পত্তি হয়েছে এবং টোকিও ইলক্ট্রিক পাওয়ার কোম্পানির কর্মকর্তারা এটা বোঝার চেষ্টা করছেন যে অন্য কোন জায়গা থেকে তেজস্ক্রিয় পদার্থ চুইয়ে পড়ছে কী না।

XS
SM
MD
LG