অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রোয়েশিয়া অভিবাসীদের ঢুকতে দেবে কিন্তু আশ্রয় দিবে না


ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ জানিয়েছেন যে তার দেশ সীমান্ত বন্ধ করতে পারে না বা তা বন্ধ করবে না কিন্তু হাংগেরি থেকে আগত অভিবাসীদের তারা অন্যদিকে পাঠিয়ে দেবে। মিলানোভিচ বলেছেন, এ সপ্তাহে ইতিমধ্যেই ১১ হাজার অভিবাসী কোয়েশিয়ায় প্রবেশ করেছে। তারা আরও যে হাজার হাজার অভিবাসী সেদেশে ঢুকছে তাদেরকে আর নিবন্ধিত করবে না।

হাংগেরি অভিবাসীদের সেদেশে ঢুকতে না দিলে অভিবাসীদের জনস্রোত ক্রোয়েশিয়ায় ঢুকে পরার পর ক্রোয়েশিয়া বৃহস্পতিবার সার্বিয়ার সংগে তাদের ৮টি সীমান্তের ৭ টি পথই বন্ধ করে দিয়েছে।


শুক্রবার ক্রোয়েশিয়ার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বলেন দেশটি ছোট, অভিবাসীরা এ দেশের ভেতর দিয়ে অন্য দেশে যেতে পারেন কিন্তু তাদেরকে সেখানে আশ্রয় দিতে পারবেন না। তিনি আরও বলেন, তার দেশ অভিবাসীদের খাবার, পানি এবং ওষুধ দিয়ে সাহায্য করবে তবে অভিবাসীদের যাত্রা অব্যাহত রাখতে হবে।

XS
SM
MD
LG