অ্যাকসেসিবিলিটি লিংক

সাইবার আক্রমণে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ২ কোটি ২০ লক্ষ কর্মকর্তা ক্ষতিগ্রস্থ


সাইবার আক্রমনের মাধ্যমে কম্পিউটার হ্যাকাররা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কয়েক লক্ষ কর্মকর্তার যেসব ব্যাক্তিগত তথ্য চুরি করেছে তার মধ্যে সবচেয়ে ভযাবহ হচ্ছে তাদের ফিঙ্গারপ্রিন্ট ইমেজ।

অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের এক তথ্য বিবরনীতে বলা হয়েছে তাদের তদন্তে উঠে এসেছে, ঐ সাইবার আক্রমনে ৫৬ লক্ষ ফিঙ্গারপ্রিন্ট চুরি হয়। এতে ফেডারেল সরকারের ২ কোটি ২০ লক্ষ বর্তমান ও সাবেক কর্মকর্তা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে তথ্য বিবরনীতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ঐ সাইবার আক্রমন তদন্তকারীরা সাংবাদিকদেরকে পৃথকভাবে বলেছেন চীন ঐ আক্রমনের জন্যে দায়ী; তবে আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে দায় চাপানো হয়নি।

এ সপ্তাহে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যুক্তরাষ্ট্রে সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনিপং এর বৈঠকের সময় সাইবার আক্রমণের প্রসঙ্গটি তুলবেন প্রসিডেন্ট ওবামা।

ওবামা প্রশাসন জানিয়েছে সাইবার আক্রমনের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে খানিকটা তিক্ততার সৃষ্টি হয়েছে।

XS
SM
MD
LG