অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের বিরুদ্ধে,রাষ্ট্রীয় উদ্যোগে সাইবার হামলা পরিচালনার অভিযোগ যুক্তরাষ্ট্রের


যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে,রাষ্ট্রীয় উদ্যোগে সাইবার হামলা পরিচালনার অভিযোগ তুলেছে।সটান এই খোলাখুলি অভিযোগ উঠলো সেই তখুনি,ওয়াশিংটন যখন কিনা কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের বিভিন্ন তথ্য-পরিসংখ্যান লোপাট বা হ্যাকিং করার বিষয়টি নিয়ে তদন্তানুসন্ধান চালিয়ে যাচ্ছে।

চীনের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ও অর্থনীতি বিষয়ে উচ্চ পর্যায়ের যে আলোচনা চলছে এখন তারই দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী জ্যাক লিউ এ মন্তব্য করেন।বলেন-সাইবার পদ্ধতিতে এই যে চৌর্য্যবৃত্তি চালানো যায়,চীন সরকারের মদতে এটা হওয়ায় আমরা গভীরভাবে চিন্তান্বিত।

এমাসের গোড়ার দিকে একনাগাড়ে যে অনেকগুলো হামলা ধরা পড়ে লিউ তাঁর প্রকাশ্য মন্তব্যে নির্দষ্টিভাবে সেকথা উল্লখে করেননি।ঐসব সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক লক্ষ লক্ষ সরকারী কর্মচারীর সম্পর্কে স্পর্শকাতর তথ্য-পরিসংখ্যান লোপাটের হ্যাকিং করা হয়েছে।

XS
SM
MD
LG