অ্যাকসেসিবিলিটি লিংক

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’: চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত


বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরো শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকুলের দিকে ধ্রুত এগিয়ে আসছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোয়ানু আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুরের পর উপুকুল এবং উপুকুলের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলা সমুহ আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের প্রায় সমগ্র উপকূলীয় এলাকা এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দফতর। প্রতিকূল আবহাওয়ার কারণে সারা দেশে অভ্যন্তরীণ সকল রুটে সব ধরনের নৌচলাচল বন্ধ ঘোষণা করেছে করতিপক্ষ।

এদিকে, উপকুল বাসিদের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে অথবা নিরাপদ স্থানে সরিয়ে নেয়া শুরু হয়েছে বলে উপকুলের বিভিন্ন স্থান থেকে সংবাদদাতারা জানিয়ায়েছেন।

সরাসরি লিংক

XS
SM
MD
LG