অ্যাকসেসিবিলিটি লিংক

সিপ্রিয়ট সংসদ বিধায়কেরা , সংকট হতে উদ্ধার পাবার লক্ষে আইন প্রস্তাব অনুমোদন করেছেন


সাইপ্রাসের প্রেসিডেণ্ট নিকোস আনাসটা,সিয়াডেস , য়ুরোপিয় যুনিয়নের নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার আই এম এফের কর্তাব্যক্তিদের সঙ্গে দ্বীপ দেশটির দেউলিয়া পরিস্থিতি ও নগদ অর্থের সংকট নিয়ে কথা বলতে শনিবার ব্রাসেলস গিয়েছেন ।
এর আগে শুক্রবার সিপ্রিয়ট সংসদ বিধায়কেরা , আন্তর্জাতিক পর্যায়ে সংকট হতে উদ্ধার পাবার লক্ষে প্রয়োজনিয় অঙ্কের পর্যাপ্ত অর্থ সংগ্রহে বেশ কয়েকটি আইন প্রস্তাব অনুমোদন করেন । আর্থ ব্যবস্থাকে আবার চাঙ্গা করতে প্রায় ১৩ শ’ কোটি ডলারের সংকট হতে বের হবার তাগিদে আসছে সপ্তাহের ভেতরেই সাইপ্রাসকে সাড়ে সাত শ’ কোটি ডলার জোগাড় করতে হবে । শুক্রবার দিনের শেষে গৃহিত বন্দোবস্ত অনুযায়ি সকল ব্যাঙ্ক জামানতের ওপর এক শতাংশের কম করারোপ এবং বড়ো অঙ্কের জামানতের ওপর আরো বেশি হারে করারোপের বিধান রাখা হয়েছে । নতুন এ ব্যবস্থায় সাইপ্রাসের ঋণদায়ি ব্যঙ্কগুলোর পূনর্বিন্যাসেরও বন্দোবস্ত করার কথা বলা হয়েছে ।
XS
SM
MD
LG