অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে পালিত হল প্রথম জাতীয় কৃমি-নাশক দিবস


বুধবার দেশের প্রথম জাতীয় কৃমি-নাশক দিবস পালিত হল জয়পুরের এক অনুষ্ঠানের মাধ্যমে। সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রি জে পি নাড্ডা। তবে নামে জাতীয় হলে কি হয়, এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে ১২টি মাত্র রাজ্য। পশ্চিমবঙ্গও নেই এই তালিকায়। অবশ্য রাজ্যের এক স্বাস্থ্যকর্তা বৃহস্পতিবার জানালেন, অনেক বছর ধরেই এ রাজ্যে ১৯ বছরের কমবয়সীদের জন্য প্রধানত স্কুলগুলির মাধ্যমে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে দেওয়ার কর্মসূচি চলে আসছে। এক বার খাওয়ালে ছয় মাস নিশ্চিন্ত। সাধারণ ভাবে ভারতীয়দের মধ্যে কৃমির সংক্রমণের সম্ভাবনা কমে গিয়েছে, কেননা, আগে যেমন, খালি পায়ে হাঁটা-চলাই ছিল সাধারণ রেওয়াজ, ক্রমশ মানুষ জুতো বা চটি পরছেন বেশি। তাতেই কমেছে সংক্রমণের বিপদ। রাজ্যের স্বাস্থ্যকর্তারা বলছেন, কৃমিতে ভোগেন বড়রাও। তবে দেশের ১৯ বছরের কমবয়সী ২৪ কোটি ছেলেমেয়েকে কৃমির বিপদ থেকে রক্ষা করা একটা বড় লক্ষ্য, তাতে সন্দেহ নেই।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG