অ্যাকসেসিবিলিটি লিংক

মারাত্মক তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পুর্বাংশ পর্যদূস্ত


মারাত্মক এক শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পুর্বাঞ্চল বরফে ছেয়ে গেছে এবং এই ঝড়টি ক্রমশই পূর্ব উপকুলের দিকে এগিয়ে আসছে। মধ্য –অ্যাটলান্টিক এবং উত্তর পুর্বাঞ্চলে তা আছড়ে পড়বে।

কোন কোন শহরে বৃহস্পতিবার দিনের শেষ নাগাদ ৩০ সেন্টিমিটারের মতো তুষার পাত ঘটবে। বহু শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং লোকজন সুপারমার্কেটে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র কিনে মওজুদ করে রাখছেন।

সাধারণ ভাবে শান্ত আবহাওয়ার এলাকা দক্ষিণ পুর্বাঞ্চলে এই তুষার ঝড় হওয়ায় অন্তত ন জন প্রাণ হারিয়েছে । টেক্সাস থেকে ক্যারোলাইনা অঞ্চলের জনপথ বরফে ঢেকে গেছে।

নর্থ ক্যারোলাইনার অনেক গাড়ি চালকই হাই ওয়েতে গাড়ি রেখে , হাঁটা শুরু করেছেন এবং এর ফলে ঐ সব সড়কে প্রচন্ড যানজট সৃষ্টি হয়েছে।

প্রচন্ড তুষার ও বরফ-বৃষ্টির জন্যে গাছ পালা ও বিদ্যুতের লাইন পড়ে গেছে , হাজার হাজার ঘর বাড়ির বিদূৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে । বিমান কোম্পানিগুলো হাজার হাজাপর ফ্লাইট বাতিল করে দিয়েছে।
XS
SM
MD
LG