অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প, ক্লিন্টান বিতর্ক অনুষ্ঠানে একে অপরের চরিত্রের সমালোচনা করেন


Republican U.S. presidential nominee Donald Trump listens as Democratic nominee Hillary Clinton answers a question from the audience during their presidential town hall debate at Washington University in St. Louis, Missouri, U.S., Oct. 9, 2016.
Republican U.S. presidential nominee Donald Trump listens as Democratic nominee Hillary Clinton answers a question from the audience during their presidential town hall debate at Washington University in St. Louis, Missouri, U.S., Oct. 9, 2016.

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোর পতন ঘটেছে। তিনি ও ডেমোক্রাটিক প্রার্থী হিলারি ক্লিন্টান উভয়ই, অসামরিক লোকজনদের সুরক্ষার জন্য নিরাপদ এলাকা প্রতিষ্ঠার কথা বলেন।

৮ই নভেম্বর নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠানের দ্বিতীয়টিতে তারা ওই মন্তব্য করেন।

ট্রাম্প, অন্যান্য সরকার যেমন উপসাগরীয় রাষ্ট্রসমূহের প্রতি, নিরাপদ এলাকা প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থ প্রদানের আহ্বান জানান। তিনি বার বার অভিযোগ করেন যে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে ক্লিন্টান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে তার ভূমিকা ইসলামিক স্টেট গ্রুপের উথ্থানে সাহায্য করেছে।

ক্লিন্টান বলেন তিনি সিরিয়ায় বিমান উড়ান নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা করবেন এবং বলেন রাশিয়ার আগ্রাসনের কারণে লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ক্লিন্টান পররাষ্ট্র দফতরে নেতৃত্ব দেওয়ার সময় পৃথক ইমেইল সার্ভার ব্যবহার করার জন্য সমালোচনার সম্মুখীন হন। ট্রাম্প বলেন তিনি প্রেসিডেন্ট হলে তিনি তার অ্যাটর্নি জেনারেলকে, ওই বিষয়ে তদন্ত করার লক্ষ্যে বিশেষ অভিশংসক নিয়োগ করার নির্দেশ দেবেন।

দুই প্রার্থী ১৯অক্টোবার চুড়ান্ত বিতর্ক অনুষ্ঠানে অংশ নেবেন।

XS
SM
MD
LG