অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লিকে পূর্ণ রাজ্য করতে গণভোট দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রি অরবিন্দ কেজরিওয়াল


বৃটেনে গণভোটের পরে এ বার দিল্লির জন্য পূর্ণ রাজ্য গঠনের জন্য গণভোট দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রি অরবিন্দ কেজরিওয়াল। বৃটেনের ব্রেক্সিট-এর দেখাদেখি গণভোটই দাবি আদায়ের মোক্ষম পথ বলে মনে করছেন তিনি। ভারতীয় সংবিধানে কিন্তু কোনও বিষয়েই জনমত যাচাই করবার জন্য গণভোট করবার সংস্থান নেই। আর, রাজনীদিবিদেরা এ-ও বোঝেন, একবার গণভোট করে বিতর্কের সমাধানের পথ গ্রহণ করলে অসংখ্য বিষয় নিয়ে একই দাবি উঠতে শুরু করতে পারে। সবচেয়ে প্রথমেই আসতে পারে কাশ্মিরে গণভোটের দাবি ওই রাজ্যের ভারতভুক্তি নিয়ে প্রশ্ন তুলে। গণভোটের মাধ্যমে দাবি আদায়ের সুযোগ পেলে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি সক্রিয় হয়ে উঠবে ভারতবর্ষের সংহতি ও ঐক্যই বিনষ্ট করতে পারে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা। কেজরিওয়ালের প্রাক্তন সহযোগী যোগেন্দ্র যাদব অবশ্য মনে করেন, সংবিধানে যে গণভোটের ব্যবস্থা রাখা হয় নি, সেটা একটা ত্রুটি। কিন্তু পৃথিবীর কম দেশের সংবিধানেই গণভোটের ব্যবস্থা থাকে। দিল্লির জন্য পূর্ণ রাজ্যের দাবি নতুন নয়। কিন্তু এত দিন দিল্লিতে সরকারে এসেছে হয় কংগ্রেস নয়তো বিজেপি। তারা কেউ-ই গণভোটের দাবি তোলে নি। এখন মুখ্যমন্ত্রি কেজরিওয়াল হলেন আম আদমি দলের নেতা। দেশে আর কোথাও তাঁদের তেমন সংগঠন নেই। তাই তাঁরা কেবল দিল্লি নিয়েই মাথা ঘামাতে পারেন। অন্য রাজ্যের ওপর তার কি প্রভাব পড়তে পারে, তা নিয়ে তাঁর মাথা ঘামানোর দরকার নেই।

সরাসরি লিংক

XS
SM
MD
LG