অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পরমাণু চুক্তিতে ভিটো দেবেন আমেরিকার ডেমোক্রেট সেনেটার


প্রেসিডেন্টে বারাক ওবামার শীর্ষ স্থানীয় মিত্রদের একজন সেনেটার চাক সুমার ইরানের পরমাণু বিষয়ক চুক্তিটি সমর্থন না করার ফলে ইতিমধ্যেই এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে যে দ্বিধার সৃষ্টি হয়েছে তাতে প্রেসিডেন্টের প্রচেষ্টা বাধার সম্মুখীন হচ্ছে।

নিউ ইয়র্ক রাজ্যের সেনেটার চাক সুমার বৃহস্পতিবার প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়েছে যে গভীর এবং সর্তক ভাবে পরীক্ষা নিরীক্ষা এবং ব্যাপক আত্ম-সন্ধান মূলক চিন্তাভাবনার পরেই তিনি অবশ্যই এই চুক্তির বিপক্ষে যাওয়ার সিদ্ধান্ত নেনে এবং ঐ চুক্তিতে ভিটো প্রদান করবেন । চাক সুমার যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ স্থানীয় ইহুদী আইন প্রণেতা ।

নিউ ইয়র্কের আরেক প্রভাবশালী প্রতিনিধি পরিষদের ইহুদী ডেমোক্রেট সদস্য ইলিয়ট ইংগেল চুক্তিতে ভিটো দেবেন এই ঘোষণার পরপরই সুমার ঐ বিবৃতি দিলেন।

XS
SM
MD
LG