অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রাটিক দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠান


Martin O’Malley, right, speaks alongside Bernie Sanders, left, and Hillary Clinton, center, during a Democratic presidential primary debate at Saint Anselm College in Manchester, N.H., Dec. 19, 2015.
Martin O’Malley, right, speaks alongside Bernie Sanders, left, and Hillary Clinton, center, during a Democratic presidential primary debate at Saint Anselm College in Manchester, N.H., Dec. 19, 2015.

ডেমোক্রাটিক দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীরা নিউ হ্যাম্পশায়ারে সাম্প্রতিকতম বিতর্ক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং ইসলামিক স্টেটকে পরাজিত করার বিষয়ে মনোযোগ দেন।

ভার্মন্টের সেনেটার বার্নী স্যান্ডার্স এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন উভয়ই ইসলামিক স্টেটকে পরাজিত করার জন্য কোয়ালিশনের পক্ষে মন্তব্য করেন।

রিপাবলিকান দলে এগিয়ে আছেন যে প্রার্থী ডনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে কড়া মন্তব্য করেন হিলারি ক্লিন্টন। তিনি বলেন ইসলামিক স্টেটের সদস্য সংগ্রহের সবচাইতে উত্তম হাতিয়ার হচ্ছেন ডনাল্ড ট্রাম্প।

তিনি বলেন " চরমপন্থার বিরুদ্ধে প্রথমেই যে পদক্ষেপ নিতে হবে তা মুলিম আমেরিকান কমিউনিটিতে রয়েছে। তাদেরকেই আমাদের স্বাগত জানাতে হবে এবং তাদের সঙ্গে কাজ করতে হবে। কিন্তু রিপাবলিকানরা যা বলেন বিশেষ করে ডনাল্ড ট্রাম্প তাতে আমি উদ্বিগ্ন। ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের এবং বিশ্বে এই বার্তাই পাঠাচ্ছেন যে দুই সভ্যতার মধ্যে সংঘাত রয়েছে এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ও ষড়যন্ত্র আছে। আমি মনে করি তাতে চরমপন্থায় উষ্কানি দেওয়া হয়।

স্যান্ডার্সের এক কর্মী ক্লিন্টান সমর্থকদের তথ্য লঙ্ঘন করেছে তার জন্য স্যান্ডার্স দুঃখের সঙ্গে ত্রুটি স্বীকার করেন।

মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও ম্যালি, জাতীয় নিরাপত্তার জন্য ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

XS
SM
MD
LG