অ্যাকসেসিবিলিটি লিংক

কোপেনহেগেনের আক্রমণের জন্য দায়ী সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে


Danish police conduct a search at an apartment at Mjoelnerparken at Norrebro in connection with Saturday's shootings, Feb. 15, 2015.
Danish police conduct a search at an apartment at Mjoelnerparken at Norrebro in connection with Saturday's shootings, Feb. 15, 2015.

ডেনমার্কের পুলিশ সূত্রে বলা হয়, রবিবার খুব ভোরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। শনিবার কোপেনহেগেনে যে দুটি গুলি চালনার ঘটনা ঘটে তার জন্য ওই সন্দেভাজন ব্যক্তি দায়ী ছিলেন বলে মনে করা হচ্ছে।। ওই দুই আক্রমণে দুই অসামরিক ব্যক্তি নিহত হন, এবং আহত হন ৫জন পুলিশ অফিসার।

কর্মকর্তারা বলেন এমন কোন তথ্য প্রমান পাওয়া যায়নি যে অন্যান্য বন্দুকধারীরা গুলি চালনার ঘটনায় সংশ্লিষ্ট ছিল। কোপেনহেগেনের প্রধান সিনেগগের বাইরে এবং একটি ক্যাফে যেখানে বাক স্বাধীনতার অনুষ্ঠান হচ্ছিল এই দুটি স্থানে গুলি চালনার ঘটনা ঘটে।

ডেনমার্কের প্রধামন্ত্রী হেলে থরনিং স্কিমিডথ রবিবার বলেন ডেনমার্কের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণে দুজন নিরাপরাধ মানুষ প্রাণ দিয়েছে। তিনি বলেন উন্মুক্ত স্বাধীন গণতান্ত্রিক ডেনিশ সমাজের উপর আক্রমণ চালিয়ে কেউ পার পেতে পারবে না।

বাক স্বাধীনতার ওই অনুষ্ঠানে সুইডিশ কার্টুনিষ্ট লার্স ভিলক্স উপস্থিত ছিলেন। ২০০৭ সালে ভিলক্স মহানবী হযরত মুহাম্মদ স: এর কুকুর আকৃতির শরীর দিয়ে কার্টুন এঁকে বিতর্কিত হয়েছিলেন। তিনি ওই ঘটনায় আহত হননি।

XS
SM
MD
LG