অ্যাকসেসিবিলিটি লিংক

তাজিয়া মিছিল বের করার আগ মুহূর্তে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত-কমপক্ষে একশ আহত


শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করার আগ মুহূর্তে অন্তত দশটি বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে একশ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুরনো ঢাকার হোসনি দালান এলাকায় ঢাকার শিয়া সম্প্রদায়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই প্রথমবারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটলো। শনিবার স্থানীয় সময় বিকেলে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস ওই হামলার দায় স্বীকার করেছে বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ইন্টিলিজেন্স ওয়েবসাইট এই খবর দিয়েছে। তবে বাংলাদেশের পুলিশ প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টা বাদেই এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র, জঙ্গী কর্মকান্ড নয় বলে মন্তব্য করেছেন।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক বিবৃতিতে বাংলাদেশের জনগণ ও সরকারের এই সংকটময় মুহূর্তে পাশে থাকার কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত শোক প্রকাশ করে দেয়া এক বিবৃতিতে তিনি আতংকিত বলে উল্লেখ করেছেন। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কবার্তা হালনাগাদ করে পশ্চিমী স্বার্থের উপরে আঘাত হানার হুমকি রয়েছে জানানো হয়েছে। বিরোধী দল বিএনপি নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। উল্লেখ্য চার সপ্তাহ আগে দু’জন বিদেশী নাগরিকদের দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে যার দায় আইএস স্বীকার করেছিল।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:12 0:00

XS
SM
MD
LG