অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা এখন হাইরিস্ক সিটি !


ঢাকা এখন হাইরিস্ক সিটি। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন পলিসি উন্নয়নকারী আন্তর্জাতিক সংস্থা বুদাপেস্ট প্রসেস এভাবেই ঢাকাকে চিহ্নিত করেছে এক ই-মেইল বার্তায়। ঢাকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ১২ই অক্টোবর পাঠানো এক ই-মেইল বার্তায় তারা বলেছে, দুইজন বিদেশী নাগরিক হত্যার বিষয়টি স্পর্শকাতর ইস্যু। এই অবস্থায় কোন আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় করা সম্ভব কিনা তা নিয়ে তাদেরকে ভাবনায় ফেলেছে।

আগামী ৯ ও ১০ই নভেম্বর অনুষ্ঠেয় বুদাপেস্ট প্রসেস ৭ম ওয়ার্কিং গ্রুপের বৈঠক ঢাকায় অনুষ্ঠানের কথা রয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে। ওদিকে বাংলাদেশ উন্নয়ন ফোরামের আসন্ন বৈঠকের নিরাপত্তা নিয়েও দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা কিছুটা সংশয় প্রকাশ করেছেন। আগামী ১৫ ও ১৬ই নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের কাছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দাতারা খোঁজ খবর নিচ্ছেন। ফোরামের সদস্যদের কাছ থেকে ই-মেইল পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG