অ্যাকসেসিবিলিটি লিংক

ইউ স্বরাষ্ট্র মন্ত্রীরা শরনার্থীদের গ্রহণের ব্যাপারে বিতর্কিত কোটা পরিকল্পনা অনুমোদন করেছেন


ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রীরা , চারটি দেশের আপত্তি সত্বেও মঙ্গলবার একটি বিতর্কিত কোটা পরিকল্পনা অনুমোদন করেছেন যার ফলে এক লক্ষ বিশ হাজার অভিবাসনকামী লোকজনকে ২৮ রাষ্ট্র বিশিষ্ট এই ব্লকের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের শীর্ষ বৈঠকের আগে স্বরাষ্ট্র মন্ত্রীরা সংখ্যাগরিষ্ঠ ভোটে এই প্রস্তাব গ্রহণ করেন। তবে ঐ শীর্ষ বৈঠকে দেশওয়ারী কোটা প্রস্তাবে মধ্য ইউরোপের দেশগুলো আপত্তি জানাননোর সুযোগ পাবে।

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বহুস্লাভ সবোৎকা বলেন যে এ ব্যাপারে ই.ইউ দেশগুলোর নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করাটা জরুরি। সংশ্লিষ্ট সরকারগুলিকেই সিদ্ধান্ত নিতে হবে।

চেক প্রজাতন্ত্র , হাঙ্গেরি , স্লোভাকিয়া এবং রোমানিয়া এই চারটি দেশ কোটা পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিয়েছে । ফিনল্যান্ড ভোটদানে বিরত ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী বলছেন যে ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রতিবছর এক লক্ষ্য শরনার্থী ভিসা দেয়ার পরিকল্পনা করছে । বর্তমানে এর সংখ্যা সত্তুর হাজার।

XS
SM
MD
LG