অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসের অর্থনৈতিক সংকটের মূল্যায়ন করেন অর্থনীতিবিদ প্রফেসর ড: আহসান হাবিব


Pedestrians pass by a homeless man in the Monastiraki area of central Athens, Greece, June 24, 2015.
Pedestrians pass by a homeless man in the Monastiraki area of central Athens, Greece, June 24, 2015.

গ্রীস ইউরোপীয় ইউনিয়নের কাছে বেইল আউটের জন্য আরও ৩ বছর সময় চেয়েছে। তারা কর আরোপ ও পেনশন সংস্কারেরও প্রতিশ্রুতি দিয়েছে।

ইউরোপীয় নেতারা গ্রীসের বাপারে রবিবার সিদ্ধান্ত নেবে নতুন বেইল আউটের বিষয়ে। অ্যাথেন্সকে হয়ত ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হতে পারে। গ্রীস ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যদি কোন মতৈক্য না হয়, বিশ্ব অর্থনীতিতে তার একটা প্রভাব পড়বে। বাংলাদেশের বহু অভিবাসী ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কাজ করতে যান। তাদের উপরও প্রভাব পড়তে পারে।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে গ্রীসের অর্থনৈতিক সংকট সম্পর্কে এই সব বিষয়ে বক্তব্য রাখেন মিশিগান রাজ্যের এড্রিয়ান কলেজের প্রফেসর ড: আহসান হাবিব।

তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।

please wait

No media source currently available

0:00 0:05:24 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG