অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় আমেরিকান রাষ্ট্রদূতের হত্যা এবং বিশ্বে ইসলাম বিরোধী ছবির মূল্যায়ন করলেন ডঃ আসাদুজ্জামান রিপন


ডঃ আসাদুজ্জামান রিপন, বাংলাদেশের প্রধান বিরোধী দল বি এন পির আন্তর্জাতিক বিষয়ে সেক্রেটারী এবং ডিপ্লোম্যাট এণ্ড গ্লোবাল বাংলাদেশ ম্যাগাজিনের সম্পাদক - এখন ওয়াশিংটনে রয়েছেন।

তিনি আমাদের সঙ্গে সাক্ষাতকারে, লিবিয়ায় যুক্তরাষ্ট্র দুতাবাসের ওপর হামলা রাষ্ট্রদুতসহ চারজন আমেরিকানের হত্যাকাণ্ড এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ বিক্ষোভ চলছে সে সম্পর্কে তার মতামত জানান।

তিনি বলেন – ‘দুপক্ষের ঘটনাই দুঃখজনক। একটা হচ্ছে লিবিয়াতে একজন কুটনীতিক, মার্কিন রাষ্ট্রদুত নিহত হয়েছেন, এর জন্য আমি শোক প্রকাশ করছি, আমাদের কম্যুনিটি, বাংলাদেশের জনগনের পক্ষ থেকে। একই সঙ্গে আমি এটাও বলতে চাই যে, মুসলমান এবং ইসলামকে জানার ব্যাপারে বোধহয় পশ্চিমা জগতের বা অন্যদের একটু ভুল ধারণা আছে। সে ক্ষেত্রে ইসলাম, মুসলিম ধর্ম এবং প্রফেট সাল্লাললাহু ওয়াসাল্লামকে জানার এবং বোঝার একটা অন্য প্রচেষ্টা থাকা উচিত ছিল’।

ডঃ আসাদুজ্জামান তার বর্তমান ওয়াশিংটন সফরের কর্মসুচী প্রসঙ্গেও আলোচনা করেন।
তার সঙ্গে টেলিফোনে কথা বলেন রোকেয়া হায়দার।
please wait

No media source currently available

0:00 0:03:45 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG