অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকান নেতারা গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিদ্রোহীদের প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন


Congolese rebels sit in a truck as they patrol a street in Sake, 25 kilometers north of Goma city soon after the rebels captured the town from the government army, in the eastern Democratic Republic of Congo, November 21, 2012.
Congolese rebels sit in a truck as they patrol a street in Sake, 25 kilometers north of Goma city soon after the rebels captured the town from the government army, in the eastern Democratic Republic of Congo, November 21, 2012.
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিদ্রোহ জনিত সমস্যা নিরসনে, মধ্য আফ্রিকী দেশ গুলোর রাষ্ট্র প্রধানেরা চেষ্টা চালাচ্ছেন। তবে তাঁরা এব্যাপারে রোয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের কোন সয়াহতার শরনাপন্ন হচ্ছেননা। সব শেষ খবরে বলা হয় আফ্রিকান নেতারা গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিদ্রোহীদের গোমা শহর থেকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

উগান্ডার রাজধানী কাম্পালায় শনিবারের ঐ শীর্ষ সম্মেলনে রোয়ান্ডার প্রেসিডেন্টের অনুপস্থিতি অনেকের দৃষ্টি আকর্ষন করেছে। রোয়ান্ডা, কঙ্গোর বিদ্রোহীদের মদত দিচ্ছে, এমন অভি্যোগ শোনা যায়। তবে সে দেশটি সেসব অভি্যোগ অস্বীকার করে।

প্রেসিডেন্ট কাগামে তাঁর পররাষ্ট্রমন্ত্রী লুইস মুশিকিওয়াবোকে বৈঠকে পাঠান। ওদিকে কঙ্গোর বিদ্রোহীরা সেদেশের পুর্বাঞ্চলে বেশ কিছুটা এগিয়ে যেতে পেরেছে।

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা তাঁর সেনাবাহিনী প্রধানকে সাময়িকভাবে পদ থেকে অপসারন করেছেন। মেজর জেনারেল গ্যাব্রিয়েল আমিসির বিরুদ্ধে অভি্যোগ, তিনি কঙ্গোর পুর্বাঞ্চলে বিদ্রোহী দলগুলির কাছে অস্ত্র বিক্রি করেছিলেন। সেনাপ্রধানের পদ থেকে তাঁকে সাময়িকভাবে অপ্সারনের তিন দিন আগে বিদ্রোহী গোষ্ঠী এম ২৩ কঙ্গোর সামরিক বাহিনীকে পরাজিত ক’রে পুর্বাঞ্চলীয় শহর গোমা দখল করে।

বুধবার জাতিসঙ্ঘ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, জেনারেল আমিসি অস্ত্র চোরাচালানের চক্র পরিচালনা করতেন। সেই চক্র পুর্ব কঙ্গোর বিদ্রোহী এবং মিলিশিয়া দলগুলিকে অস্ত্র সরবরাহ করতো।
XS
SM
MD
LG