অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রাটিক ও রিপাবলিকান দলে বিভাজন ও ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার মূল্যায়ন করলেন ড: হারুন খান


US Election
US Election

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে, ডেমোক্রাটিক ও রিপাবলিকান দলের মনোনয়ন প্রক্রিয়া চলছে। দু দলেই বিভাজন রয়েছে এখনও।

ডেমোক্রাটিক দলে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিন্টান যদিও এগিয়ে আছেন বার্নী স্যান্ডার্সের চাইতে, স্যান্ডার্স প্রচার অভিযান বন্ধ করার বা স্থগিত করার কোন ইঙ্গিত দিচ্ছেন না। দেখা যাচ্ছে এর ফলে দলের ভেতর একটা বিভাজন সৃষ্টি হচ্ছে।

রিপাবলিকান দলে এখন ডনাল্ড ট্রাম্পকে presumptive nominee বা সম্ভাব্য প্রার্থী বলা হচ্ছে। কিন্তু ওই দলে যে বিভাজন রয়েছে তা কাটিয়ে দলকে ঐক্যবদ্ধ করতে পারবেন কি ডনাল্ড ট্রাম্প?

হিলারি ক্লিন্টান এবং ডনাল্ড ট্রাম্প দুজনই তাদের ব্যক্তিগত আর্থনীতিক বিষয়ের কথা প্রকাশ করলেও ট্রাম্প তাঁর tax return এখনও প্রকাশ করেননি।

রাজনৈতিক বিশ্লেষক, ড: হারুন খান, আরকানস’র হেনডারসন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে এ সব বিষয়ে মন্তব্য করেন।

তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।

please wait

No media source currently available

0:00 0:05:55 0:00
সরাসরি লিংক

please wait

No media source currently available

0:00 0:05:55 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG