অ্যাকসেসিবিলিটি লিংক

রাষ্ট্রবিজ্ঞানী ড: রেখা দত্ত লিবিয়া পরিস্থিতির মূল্যায়ন করেন


লিবিয়া
লিবিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ার আকাশ সীমা, নো ফ্লাই জোন অর্থাত বিমান উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করার পরেই, লিবিয়া তাত্ক্ষনিক অস্ত্র বিরতি ঘোষণা করে। এছাড়া, ব্রিটেন ও ফ্রান্স সহ জাতিসংঘ, আরব লীগ এবং অন্যান্য দেশের নেতারা লিবিয়া বিষয়ে বৈঠক করছেন। ওদিকে জাতিসংঘের শরনার্থী বিষয়ক কমিশনার এই উদ্বেগ প্রকাশ করেন যে লিবিয়ায় লড়াই পরিস্থিতির অবনতি হলে শরনার্থী পরিস্থিতির অবনতি ঘটবে। ড: রেখা দত্ত ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে এসব বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন।

রাষ্ট্রবিজ্ঞানী ড: রেখা দত্ত, নিউ জার্সির, মনমথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

রাষ্ট্রবিজ্ঞানী ড: রেখা দত্ত লিবিয়া পরিস্থিতির মূল্যায়ন করেন
রাষ্ট্রবিজ্ঞানী ড: রেখা দত্ত লিবিয়া পরিস্থিতির মূল্যায়ন করেন

তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেসর এবং ইন্সটিটিউট ফর গ্লোবাল আন্ডারস্ট্যাডিং (Institute for Global Understanding)এর পরিচালক।

XS
SM
MD
LG