অ্যাকসেসিবিলিটি লিংক

ফিষ্টুলা কি এবং কেন হয় এর প্রতিকারই বা কি: ডঃ শওকত জাহান


SJ
SJ
ডঃ শওকত জাহান ঢাকা মেডিক্যাল কলেজে এনাটমি বিভাগে অধ্যাপনা করতে করতে কমনওয়েলথ স্কলাশীপ নিয়ে লন্ডনে FRCOG করেন। বর্তমানে আমেরিকার ভার্জেনিয়া রাজ্যের ফেয়ারফ্যাক্স হাসপালে ২০ বছরের ওপরে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত রয়েছেন। তিনি ফ্যাল অফ দি আমেরিকান কলেজ অব OBGYN। ডঃ জাহান জানালেন যদি একজন মহিলার প্রসব কাল দীর্ঘ হয় তাহ’লে ফিষ্টুলা হতে পারে। ফিষ্টুলা কি এবং কেন হয় এর প্রতিকারই বা কি--- এ সম্পর্কে ডঃ শওকত জাহানের সংগে কথা বলেন তাহিরা কিবরিয়া। বিস্তারিত শুনুন অডিওতে

please wait
Embed

No media source currently available

0:00 0:04:50 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG