অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর আফ্রিকা-মধ্যপ্রাচ্যে গত ক’মাস আগের শুরু গন-আন্দোলনকে শুরুর পর্ব হিসেবেই দেখতে হবে - ওমর ফারুক


উত্তর আফ্রিকা-মধ্যপ্রাচ্যে গত ক’মাস আগের শুরু গন-আন্দোলনকে শুরুর পর্ব হিসেবেই দেখতে হবে - ওমর ফারুক
উত্তর আফ্রিকা-মধ্যপ্রাচ্যে গত ক’মাস আগের শুরু গন-আন্দোলনকে শুরুর পর্ব হিসেবেই দেখতে হবে - ওমর ফারুক

ন’মাস আগে কায়রোর তাহরির স্কোয়ারে আরব বসন্তের ১৮দিন ব্যাপি যে প্রান-উন্মাদনা শেষাবধি হোসনী মোবারককে গদী ছাড়তে বাধ্য করেছিলো , সে বসন্তের ফুলে ফুলে গনতন্ত্র কামনার সূতিকা গৃহ তাহরীর স্কোয়ার আবার একবার ছয়লাব হলেও ফলে ফলে তা বিকশিত হওয়ার এখনো কোনো সম্ভাবনা নজরে পড়ছে না বলে বিশেষজ্ঞ মহলের কারো কারো ধারনা –এবং ফিল্ড মার্শাল তানতাওয়ির বক্তৃতায় এখন সেটা আরো প্রকট হচ্ছে বলে মনে করা হচ্ছে । *দীর্ঘ দিনের মিত্র দুটি দেশ সিরিয়া ও তুরস্কের বানিজ্য সম্পর্ক দু’দেশের জন্যেই প্রভুত লোভনীয় হওয়া সত্বেও মুসলিম জাহানের জনপ্রিয় অনারব নেতা এরদোয়ান এখন কঠোর ভাষায় বাশার আসাদের দমন অভিযানের সমালোচনা করছেন এবং এটাকে অনেকে লিবিয়ার সাদ্দাম হোসেনের মতো পরিণতি এক কালের মিত্র আসাদেরও না হয় , সে আশংকায় আরব দুনিয়ার জনপ্রিয় এই নেতা এরদোয়ান আশংকিত বলে মনে করছেন অনেকে । অনেকে আবার এটাকে তুরস্কের ওপর অন্যান্য দেশের চাপের ফলোদয় বলেই মনে করছেন ।*লিবিয়া সেইফ এল ইসলামের বিচার লিবিয়ার মাটিতেই করতে চায় – আই সি সি অভিশংসক মৌরেনো ওকাম্পো বলেছেন , এ অধিকার লিবিয়ার আছে অবশ্যই – তবে , বিচারকাজে আই সি সি’র মানদন্ড অক্ষুন্ন রাখারও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি । *ইয়েমেনে আলী আব্দুল্লা সালে ক্ষমতা হস্তান্তরের চুক্তিতে সই করেছেন – এতে করে ইয়েমেনের আল কায়েদা জঙ্গীরা আবার একবার মাথা চাড়া দিয়ে ওঠবার সুযোগ পেয়ে যেতে পারে বলে মনে করছে কোনো কোনো মহল।বছরের গোড়ার দিকে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে-উপসাগরীয় অঞ্চলে গণতন্ত্র অভিমুখী যে গণ-অভ্যুত্থান শুরূ হয়েছিল , পরবর্তিতে যাকে কিনা আরব বসন্ত নামে আখ্যায়িত করা হয় , সে গণ-আন্দোলন এখন মিশর, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে কোন অবস্থানে গিয়ে ঠেকেছে , তারই বিশ্লেষণ-পর্যালোচনা করছেন উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত অধ্যাপক-বিশ্লেষক-ভাষ্যকার ডক্টর মোহাম্মদ ওমর ফারূক । তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

>

XS
SM
MD
LG