অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্রোহ দমনে প্রেসিডেন্ট দূতেরতে'র আলোচনার প্রস্তাব


ফিলিপাইনের প্রেসিডেন্ট রোড্রিগো দূতেরতে ৪৫ বছরের বিদ্রোহী তৎপরতার অবসানে দেশের দুটি উগ্রবাদী মুসলমান বিদ্রোহী গ্রূপের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন I সাম্প্রতিক এক ভাষণে প্রেসিডেন্ট দূতেরতে আবু সাইয়াফ এবং মাউতে গ্রূপের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন I অগাস্ট মাসের দায়িত্ব নেবার পর, প্রেসিডেন্ট দূতেরতে, যাকে 'অপরাধ দমনে এক যোদ্ধা' বলে সবাই জানে তার পুলিশ এবং সামরিক বাহিনীকে এসব গ্রূপ নিশ্চিহ্ন করার ডাক দিয়েছিলেন I

অনেকের ধারণা দাভাও সিটির বিদ্রোহীদের সঙ্গে তিনি শান্তি স্থাপনে সমর্থ হয়েছেন, তাই এদের বিরুদ্ধেও তাঁর অভিযান সফল হতে পারে I

XS
SM
MD
LG