অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবল ভূমিকম্পে ইটালীতে অন্তত ১২০ জন নিহত ও ৩৬০ জন আহত


A man is rescued from the rubble of a building after an earthquake, in Accumoli, central Italy, August 24, 2016.
A man is rescued from the rubble of a building after an earthquake, in Accumoli, central Italy, August 24, 2016.

প্রবল ভূমিকম্পে ইটালীতে অন্তত ১২০ জন নিহত ও ৩৬০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ইটালীর প্রধানমন্ত্রী ম্যাটিও রেনজী ভূমিকম্প বিধ্ধস্থ ৩টি শহর সফর করে স্বেচ্ছাসেবীদেরকে উদ্ধার অভিযানে উৎসাহ দিয়েছেন।

বুধবার ভোরে এক প্রচন্ড ভূমিকম্পে ইটালীর মধ্যাঞ্চল কেপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাাছি তিনটি শহরে ব্যাপক ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২ এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিয়া শহরের ১০ কিলোমিটার দক্ষিণপুর্বে। ১৫০ কিলোমিটার দূরে রাজধানী রোম সহ ওই অঞ্চলের বড় এলাকা জুড়ে ভূকম্পন অনুভূত হয়।

ভোর সাড়ে তিনটের সময় ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই কয়েকবার ভূকম্পন অনুভূত হয়। ইটালীর অসামরিক প্রতিরক্ষা সংস্থা থেকে বলা হয় বেশ কয়েক শো মানুষ আহত হয় এবং অনেকেরই অস্থায়ী বাসস্থানের প্রয়োজন রয়েছে।

XS
SM
MD
LG