অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে শত শত মানুষের প্রানহাণির আশংকা


জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে শত শত মানুষের প্রানহাণির আশংকা
জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে শত শত মানুষের প্রানহাণির আশংকা

জাপানে গত ১শো বছরেরও বেশী সময়ের মধ্যে সবচাইতে শক্তিশালী ভূমিকম্পের ফলে প্রলয়ংকরী সুনামি আঘাত হেনেছে । উত্তর পশ্চিম উপকুলীয় এলাকা বরাবর এই ভূমিকম্পে শত শত মানুষ প্রাণ হারিয়েছে বোলে আশংকা করা হচ্ছে, অসংখ্য নৌযান, মোটরগাড়ী, বাড়ী-ঘর পানিতে ভেসে গেছে ।

শুক্রবার ৮ দশমিক ৯ পয়েন্টের এই ভূমিকম্প আঘাত হানে এবং দক্ষিণ আমেরিকার ও যুক্তরাষ্ট্রের গোটা পশ্চিম উপকূলসহ গোটা প্রশান্ত মহাসাগরীয় বলয়ে সুনামির আশংকা দেখা দেয় । জাপানের চিবার তেল পরিশোধনাগার সহ মিয়াগি শহরে ওনাগাওয়া পারমাণবিক স্থাপনাতেও আগুন লেগেছে বলে জানা গেছে ।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদুত মিজানুর রহমান ভূঁইয়া ভয়েস অফ আমেরিকাকে বলেন – তারা সারারাত জেগে উপদ্রুত এলাকায় বাংলাদেশীদের খবরাখবর জানার এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন ।

জাপানের প্রধানমন্ত্রী নাওটো কান দেশবাসীর প্রতি ভাষণে বলেছেন, সরকার এই বিপর্যয়ের ক্ষয়ক্ষতি লাঘবের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন । ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের জনগণের প্রতি তার সহানুভূতি জানিয়েছেন ।

XS
SM
MD
LG