অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নারী উত্যক্তকারী সন্ত্রাসীর কারণে আরেক কিশোরীর আত্মহত্যা


বাংলাদেশে নারী উত্যক্তকারী সন্ত্রাসীর কারণে আরেক কিশোরীর আত্মহত্যা
বাংলাদেশে নারী উত্যক্তকারী সন্ত্রাসীর কারণে আরেক কিশোরীর আত্মহত্যা

বাংলাদেশে নারী উত্যক্তকারী সন্ত্রাসীর কারণে আরেক কিশোরীর আত্মহত্যা
বাংলাদেশে নারী উত্যক্তকারী সন্ত্রাসীর কারণে আরেক কিশোরীর আত্মহত্যা

নারী উত্যক্তকারী সনত্রাসীদের অত্যাচারে এ বছরের প্রথমার্ধে বাংলাদেশে ১১ জন অসহায় মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ইভ টিজাররা সেই কিশোরী বা তরুণীর, মা-বাবা, অভিভাবক, শিক্ষক কাউকেই রেহাই দিচ্ছে না। ২০০১ সালে সিমির আত্মহত্যার করুণ ঘটনার পর ১০ বছর সিমির বাড়ীতে পুলিশী পাহারায় বাস করছেন সিমির মা-বাবা। এমনকি সাংবাদিকরাও সেখানে নিরাপত্তা ব্যবস্থা ছাড়া যেতে পারে না। এই উদ্বেগজনক বিষয়টি নিয়ে ভয়েস অফ আমরিকার গোল টেবিল আলোচনায় ঢাকা থেকে যোগ দিয়েছেন সমাজ উন্নয়নমুলক কাজে নিয়োজিত এন জি ও ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির। স্টুডিওতে আলোচনায় অংশ নেন রোকেয়া হায়দার ও আহসানুল হক।

XS
SM
MD
LG