অ্যাকসেসিবিলিটি লিংক

লাইবেরিয়ায় ইবোলা রোগীদের হাসপাতালে হামলা


লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় প্রতিবাদকারীরা, ইবোলা রোগীদের হাসপাতালে হামলা ও লুটতরাজ চালিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, শনিবার দিনের শেষে শহরের ওয়েস্ট পয়েন্ট এলাকায় ঐ ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলছেন, একদল সশস্ত্র অধিবাসী, মূলত লাঠি নিয়ে হাসপাতালে হামলা চালায়। তারা সেই হাসপাতাল থেকে সরঞ্জামাদি চুরি করে, আশঙ্কা করা হচ্ছে সেই সরঞ্জামে ইবোলার জীবাণু থাকতে পারে।

ফরাসী সংবাদ সংস্থা এ-এফ-পি লাইবেরিয় স্বাস্থ্যকর্মীদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ঐ ঘটনার পর ইবোলায় আক্রান্ত ২০জন রোগী পালিয়ে গেছে বা পরিবারের সদস্যরা তাদের জোর করে নিয়ে গেছে।

এরই মধ্যে ইবোলা পশ্চিম আফ্রিকায় ১১শ৪৫ জনের প্রাণনাশের কারণ হয়েছে, যার মধ্যে ছিল ৪শ১৩জন লাইবেরিয় নাগরিক।

XS
SM
MD
LG