অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় এবোলা ভাইরাসে এক ব্যাক্তির মৃত্যু


এবোলা ভাইরাসে একজনের মৃত্যুর পর নাইজেরিয়ান সরকার দেশের সকল বন্দর ও সীমান্ত এলাকায় নজরদারী কর্মসূচী জোরদার করেছে।

স্বাস্থ্যমন্ত্রী ওনিয়েবুচি চুকউ বলেন স্বাস্থ্য কর্মকর্তারা বিমান ও নৌবন্দর এবং স্থল সীমান্ত নজরদারী করছেন আর কেউ বাইরে থেকে আসলে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ওই ভাইরাসের জীবানু তিনি বহন করছেন তিনা তা নিশ্চিত হতে।

লাইবেরিয়া থেকে লাগোস যাওয়ার পর এক ব্যাক্তির এবোলা ভাইরাসে মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়ার পর শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন। নাইজেরিয়া আফ্রিকার ৪র্থ দেশ যেখানে এবালা ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত করা হল।

XS
SM
MD
LG