অ্যাকসেসিবিলিটি লিংক

ইকুয়েডরে প্রচন্ড ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন ৩৫০


A man, whose wife and unborn son were killed during a 7.8-magnitude earthquake, recovers belongings from his collapsed home, in La Chorrera, Ecuador, April 18, 2016.
A man, whose wife and unborn son were killed during a 7.8-magnitude earthquake, recovers belongings from his collapsed home, in La Chorrera, Ecuador, April 18, 2016.

ইকুয়েডরে প্রচন্ড এক ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন দাড়িয়েছে ৩৫০এ। উদ্ধারকর্মীরা ধ্বসে পড়া ভবন গুলো থেকে মৃত দেহ বার করছে।

কর্মকর্তারা আশংকা করছেন যে মৃতের সংখ্যা বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরীপের সূত্রে বলা হয়েছে শনিবার রাতে দক্ষিণ আমেরিকার ওই দেশের তীরবর্তী এলাকায় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ইকুয়েডরের রেড ক্রস এর মুখপাত্র দিয়েগো কাস্টেয়ানোস সোমবার কিটো খেকে VOAকে টেলিফোনে বলেনড “বহু মানুষ এখনও ধ্বংস স্তুপের নীচে পড়ে আছে।”

অর্ধ শতাব্দীর ও বেশি সময়ের মধ্যে এই ভূমিকম্প ছিল ইকুয়েডরে সবচাইতে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।

আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছে এবং হাজার হাজার মানুষ এখন গৃহহীন।

যে সব শহরে সব চাইতে বেশি আঘাত লেগেছে তার মধ্যে আছে মানটা, পর্টেভাইয়ো এবং পর্যটকদের শহর পেডেরনালেস। তবে সারা দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

XS
SM
MD
LG