অ্যাকসেসিবিলিটি লিংক

বেতন কাঠামো নিয়ে অচলঅবস্থা দূর না করলে উচ্চ শিক্ষা খাতে অস্থিতিশীলতা দেখা দেবে


সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা বলেছেন তাদের বেতন কাঠামো নিয়ে যে অচলঅবস্থার সৃষ্টি হোয়েছে তা শীঘ্রই দূরকরার উদ্যোগ না নিলে উচ্চ শিক্ষা খাতে অস্থিতিশীলতা ও অন্যান্য সমস্যা দেখা দেবে।

শনিবার ঢাকায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে এক সাক্ষাত শেষে Federation of Bangladesh University Teachers Assiciations FBUTA এর প্রতিনিধিদল একথা বলেন।

বৈঠক শেষে FBUTA এর সভাপতি ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন তারা শিক্ষামন্ত্রীর সাথে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পৃথক বেতন কাঠামো দাবি করেছেন। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেছেন শীঘ্রই এ বিষয়ে সরকারের তরফে একটি আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাবে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG