অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্য সাগরে মিশরের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত


প্যারিস থেকে কায়রোগামি ইজিপ্টএয়ারের একটি নিখঁোজ বিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে তবে কর্তৃপক্ষ এখন ও এটা বলতে পারছেন না যে যান্ত্রিক গোলযোগ নাকি সন্ত্রাসী হামলার জন্য এই ঘটনা ঘটেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ ইনিশ্চত করেছেন যে ৬৬ জন আরোহীসহ বিমানটি বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন যে আমাদের এর কারণ নিশ্চিত করতে হবে , কোন আঁচ অনুমানই আমরা প্রত্যাখ্যান কিংবা গ্রহণ করছি না। তিনি বলেন যে সন্ধান কাজে সহায়তার জন্য ফরাসি সরকার মিশর এবং গ্রীসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

ইজিপ্ট এয়ার বলছে যে কায়রো সময়ে রাত আড়াইটায় ঐ এয়ারবাস A320 এর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটি তখন মিশরের আকাশ সীমার মাত্র ১৬ কিলোমিটার ভেতরে প্রেবশ করে ছিল এবং ১১২৭৮ মিটার উঁচুতে উড়ে যাচ্ছিল।

গ্রীসের প্রতিরক্ষা মন্ত্রী পানোস কামেনোস বলেন এয বিমানটি হঠাৎ ঘুরে গিয়ে দ্রুত নেমে আসে এবং রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

XS
SM
MD
LG