অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের প্রেসিডেন্ট বিতর্কিত খসড়া সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন


মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসী সেদেশের বিতর্কিত খসড়া সংবিধানের পক্ষে তাঁর ভোট দিয়েছেন। সেই বিষয়টি মিশরে সংঘাত ও বিক্ষোভের সূত্রপাত হয়।

মিশরীয় ভোটারদের অর্ধেক সংখ্যক ব্যক্তি শনিবার ভোটে দিতে যাচ্ছেন। অন্যান্যরা ২২শে ডিসেম্বর ভোটকেন্দ্রে যাবেন।

কর্মকর্তারা বলেন, তাঁরা ভোট কেন্দ্র গুলিকে সুরক্ষার জন্যে এক লক্ষ কুড়ি হাজার সেনা মোতায়েন করেছেন, অনেক কেন্দ্রে ইতোমধ্যেই ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। এই খসড়া সংবিধান প্রেসিডেন্ট মুরসীর প্রাক্তন রাজনৈতিক দল মুস্লিম ব্রাদারহুডের সমর্থন পেয়েছে। এবছরের গোড়ার দিকে প্রেসিডেন্টের দায়িত্বভার নেবার সময়ে মিষ্টার মুরসি সেই দল থেকে পদত্যাগ করেন।

তাঁর উদারপন্থী, সেক্যুলার এবং খ্রীস্টান বিরোধীরা বলেন, তাঁদের আশংকা এই সংবিধান ব্যক্তি স্বাধীনতা খর্ব করবে, কারণ এটি ইস্লামী আইনকে শক্তিশালী করবে আর সেই সংবিধানে মহিলাদের অধিকারের বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি।

শুক্রবার আলেক্সান্দ্রিয়া শহরে এক মসজিদের কাছে ইট পাটকেল নিক্ষেপরত বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। চিকিতসা কর্মীরা এই সংঘর্ষে ১৫ ব্যক্তির আহতের কথা জানিয়েছেন।
XS
SM
MD
LG