অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের প্রেসিডেন্ট, গির্জায় আক্রমনকারীদের খুঁজে বার করার প্রতিশ্রুতি দিয়েছেন


মিশরে গির্জার বাইরে গাড়িবোমা আক্রমন
মিশরে গির্জার বাইরে গাড়িবোমা আক্রমন

মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক বলেছেন তার কথায়, শনিবাররের সন্ত্রাসী আক্রমনের কারণে, দেশের খৃষ্ঠান ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়া উচিত্ নয়। কপটিক খৃষ্ঠানদের এক গির্জার বাইরে ওই বোমা বিস্ফোরণে ২১ জন নিহত হন ।

মিস্টার মুবারাক বলেন মিশরের উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়ায় ওই আক্রমনে “বিদেশীদের হাত ছিল”। যারা মিশরের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের পরাজিত করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রেসিডেন্ট, মিশরীয়দের প্রতি আরও সাম্প্রদায়িক বিভাজন এড়ানোর আহবান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও গাড়িবোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানান।

XS
SM
MD
LG