অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে মুসলিম ব্রাদারহুডের ১৮৩ জনের মৃত্যুদন্ড ঘোষণা


মিশরের একটি আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির দল মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদিসহ ১৮৩ জন ইসলামপন্থিকে মৃত্যুদন্ড দিয়েছে।

গত বছর মিনইয়া প্রদেশে পুলিশ কর্মকর্তাদের হত্যা এবং হত্যার প্রচেষ্টার জন্য প্রথমে আদালত ৬৮৩ জনকে মৃত্যু দন্ডাদেশ দিয়েছিলো। ঐ একই দিন পুলিশ কায়রোতে এক সংঘর্ষে কয়েক শ মোরসি সমর্থককে হত্যা করে। দ্রুত আদালতের এই বিচারে দেওয়া মৃত্যুদন্ড নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আপত্তি ওঠে।

শনিবারের এই চূড়ান্ত দন্ডাদেশের আগে আদালতের প্রাথমিক রায় রাষ্ট্রে সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ : মুফতির কাছে পাঠানো হয়। এটি হচ্ছে সেখানে মৃত্যুদন্ড প্রয়োগের প্রাথমিক পদক্ষেপ।

শনিবার আইনজীবিরা বলেন যে ১৮৩ জনের মৃত্যুদন্ড ছাড়াও , চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে এবং ৪৯৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
XS
SM
MD
LG