অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে নির্বাচনে ভোটদাতারা কম সংখ্যায় ভোট দিচ্ছেন


Voting in Egypt's parliamentary election will continue in phases until early December, when officials are expected to announce Egypt’s first parliament in three years. Polling station shown in Giza, Egypt, Oct. 18, 2015.
Voting in Egypt's parliamentary election will continue in phases until early December, when officials are expected to announce Egypt’s first parliament in three years. Polling station shown in Giza, Egypt, Oct. 18, 2015.

মিশরে কর্তৃপক্ষ সরকারি কর্মচারীদের সোমবার অর্ধেক দিন ছুটি দিয়েছে যাতে তারা ভোট দিতে যেতে পারে।দেশের সংসদীয় নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তাদের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই সরকার ওই সিদ্ধান্ত নেয়। ২০১২ সালে আদালত সংসদ ভেঙ্গে দেওয়ার পর সে দেশে এটাই প্রথম নির্বাচন। আগের নির্বাচনে ইসলামপন্থীদের সংসদে প্রাধান্য ছিল।

কিন্তু ভোটাররা দ্বিতীয় দিনের মত ভোট কেন্দ্র এড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। ২০১৩ সালে সেনা বাহিনী ক্ষমতা দখলের পর এবং গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়ার পর, ভোটাররা যে ক্রমান্বয়ে মোহমুক্ত হচ্ছে তারই প্রতিফলন ঘটছে ভোটারদের এই অনিহায়। ২০১১ – ১২ সালের নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের দীর্ঘ লাইন দেখা যেতো।

XS
SM
MD
LG