অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের আদালত মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মাদ বাদিসহ ১৩জনকে মৃত্যুদন্ড দিয়েছে


মিশরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মাদ বাদিসহ ১৩জনকে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে মৃত্যুদন্ড দিয়েছে। শনিবার আদালত ঐ রায় দেয়। বাদির বিরুদ্ধে অন্যান্য অভিযোগও ছিল।

সেইসঙ্গে ঐ জঙ্গীসংগঠনকে সমর্থন দেয়ার জন্যে এক মিশরীয় আমেরিকানকে আদালত যাবজ্জীবন কারাদন্ড দেয়।

এই রায়ের বিরুদ্ধে আপীল করা যাবে, তবে, তাতে সময় লাগবে বেশ কয়েক বছর।

২০১৩ সালে মোহাম্মদ মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজার হাজার নাগরিককে গ্রেফতার করা হয়। মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের এই ধরনের বিচার প্রক্রিয়ার জন্যে মিশরকে আন্তর্জাতিকভাবে সমালোচিত হতে হয়েছে।

XS
SM
MD
LG