অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট গোষ্ঠি বিরুদ্ধে মিসরের বিমান অভিযান


মিশর লিবিয়ার পূর্বাঞ্চলে সোমবার দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে। ইসলামিক স্টেট গোষ্ঠি মিশরের যে ২১ জন কপটিক খৃষ্ট ধর্মালম্বীকে হত্যা করেছে তারই পালটা জবাবে ঐ হামলা চালিয়েছে।

আইএসের শক্তিঘাঁটি দর্না শহরে বোমা বর্ষণে কয়েক ডজন জংগী এবং বেশ কয়েক জন অসামরিক লোক মারা যান। লিবিয়ার সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যেখানে ঐ ২১ জনকে হত্যা করা হয় তার ১৩শ কিলোমিটার অদূরে আক্রমণ চালানো হয়।

মিশরের প্রেসিডেণ্ট আব্দেল ফাতাহ আল সিসি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই হত্যাকান্ডের পালটা জবাব দেয়ার ডাক দিয়েছেন। তিনি এই হত্যাকান্ডকে বলেছেন, ঘৃণ্য সন্ত্রাসী কর্মকান্ড।

তিনি বল্লেন, মিশরের অধিকার রয়েছে পালটা আক্রমণের।

লিবিয়ার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকারের বিমান বাহিনী ঐ বিমান অভিযানে যোগ দেয়। তারা ইসলামিক স্টেটের অস্ত্র সম্ভারের ঘাঁটি এবং প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে।

XS
SM
MD
LG