অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের আগামী মাসের প্রেসিডেণ্ট নির্বাচনে প্রতিদ্বন্দী মাত্র দুজন


হামদিন সাব্বিহির
হামদিন সাব্বিহির
মিশরের আগামী মাসের প্রেসিডেণ্ট নির্বাচনে মাত্র দুজন প্রতিদ্বন্দী অংশ নেবেন। নির্ধারিত সময় রোববার পর্যন্ত আর কেউ কাগজপত্র জমা দেয়নি।

প্রাক্তন সামরিক বাহিনী প্রধান জেনারেল আব্দেল আল-সিসি মোকাবিলা করবেন বামপন্থী রাজনীতিক হামদিন সাব্বিহির।

প্রেসিডেণ্ট নির্বাচন কমিটির কর্মকর্তারা বলছেন, সিসি তার সমর্থনে ২ লক্ষ সই সংগ্রহ করে মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিলের জন্যে মাত্র ২৫ হাজার সাক্ষর প্রয়োজন ছিল। সাব্বিহি জমা দিয়েছে মাত্র ৩০ হাজার সাক্ষর।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা মে মাসের ২ তারিখ প্রকাশ করা হবে, আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মে মাসের ২৬ ও ২৭ তারিখে।

জেনারেল সিসি এই নির্বাচনে জয়ী হবেন বলে অনুমান করা হচ্ছে। তিনি দেশের প্রথম অবাধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মোরসিকে ক্ষমতাচ্যুত করে। তিনি রাষ্ট্রীয় এবং বেসরকারি গণমাধ্যমের সমর্থন পেয়ে আসছেন।

মোহামেদ মোরসি যে নির্বাচনে জয়ী হন সেই নির্বাচনে সাব্বিহি তৃতীয় অবস্থানে
XS
SM
MD
LG