অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের প্রেসিডেন্ট সিনাই হত্যাকান্ডের পর কর্মকর্তাদের পদচ্যুত করলেন


মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গোয়েন্দা বিভাগের প্রধান এবং সিনাই- উপদ্বীপের উত্তরাঞ্চলীয় গভর্ণারকে পদচ্যুত করেছেন।

মিশরের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছে সামরিক বাহিনী সিনাই উপদ্বীপে সন্দেহভাজন জঙ্গীদের বিরুদ্ধে নতুন এক আক্রমণ অভিযান চালিয়েছে। নিরাপত্তা চৌকিতে যে হামলা হয় তার জবাবে তারা এই আক্রমন চালালো।

কর্মকর্তারা বলছে বুধবারের বিমান হামলায় অন্তত পক্ষে ২০ জঙ্গী নিহত হয়েছে।

গাজা এবং ইস্রায়েল সীমান্তের প্রায় ৫০ কিলোমিলার দূরে আল আরিস শহরে একটি সীমান্ত চৌকিতে হামালার কয়েক ঘন্টা পর এই অভিযান চলানো হ’ল।

মিশরীয় সামরিক বাহিনী এবং প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসী ১৬ জন মিশরীয় সীমান্ত রক্ষিবাহিনীর সেনা রবিবার নিহত হবার পর সীমান্ত এলাকার ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন। মিশর বলছে, হামলার সাথে জড়িত জঙ্গীরা ইস্রায়েল সীমান্ত পার হয়ে ইস্রায়েলে অনুপ্রবেশ করেছে।
XS
SM
MD
LG