অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয়ান ইউনিয়ন জরুরি ভিত্তিতে মিশরের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করছে


ইউরোপীয়ান ইউনিয়ন বলছে, তারা জরুরি ভিত্তিতে মিশরের সঙ্গে তাদের সম্পর্ক পর্যালোচনা করবে। মিশরের নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেণ্ট মোহাম্মদ মোরসির সমর্থকদের মধ্যে যে মারাত্মক সংঘর্ষ চলছে, তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত।

রোববার দেয়া একটি দীর্ঘ যৌথ বিবৃতিতে ইউরোপীয়ান কমিশন ও ইউরোপীয়ান কাউন্সিলের প্রধানরা বলেছেন, গণতন্ত্র ও মৌলিক অধিকারের দাবীকে অগ্রাহ্য করা যাবে না, আর তা রক্তে ভাসিয়ে দেয়ার প্রশ্নই ওঠে না।

ইউনিয়নের দুজন নেতা বলছেন, সামরিক বাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, এই সহিংসতার ইতি টানা। সমগ্র অঞ্চলে এই সহিংসতার কি প্রভাব পড়তে পারে সে বিষয়েও দুই নেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার, লিবিয়ার উত্তরাঞ্চলের শহর, বেনগাজিতে মিশরের দূতাবাসের বাইরে বোমা বিস্ফোরিত হয়।

অসামরিক জনগণের বিরুদ্ধে মিশর সরকারের দমন অভিযানের প্রতিবাদে, ইসলাম্পন্থী ও বিক্ষোভকারীরা, ঐ অঞ্চলের অন্যান্য এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

শনিবার, ইসরাইলে, কয়েক হাজার আরব, মিশরের পতাকা এবং মিঃ মোরসির ছবি নিয়ে উত্তরের শহর নাজারেথে মিছিল করে।
XS
SM
MD
LG