অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সঙ্গে মিশরের সম্পর্ক পুনর্বিবেচনা


মিশর বলছে যে তারা সিরিয়ার সঙ্গে তাদের কুটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করে দেখবে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসীর আমলে এই সম্পর্কে খানিকটা ফাটল ধরে। মিশরের নতুন পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি আজ বলেছেন যে এই অন্তবর্তী সরকারের সিরিয়ার বিরুদ্ধে তাঁর কথায় জিহাদ ঘোষণার কোন ইচ্ছে নেই। তবে মিশর সেখানে পরিবর্তনকে সমর্থন করে। তিনি জোর দিয়েই বলেন যে সম্পর্ক পুনর্বিবেচনার মানে এ নয় যে এর ফলে দু দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

গত মাসে মিশর, সিরিয়ায় দু বছর ধরে চলে আসা রক্তাক্ত গৃহযুদ্ধের কথা বলে দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দেয় এবং কায়রোতে সিরিয়ার দূতাবাস ও বন্ধ রাখে। ক্ষমতায় থাকার সময়ে প্রেসিডেন্ট মোরসি সিরীয় প্রেসিডেন্টকে ক্ষমতা ত্যাগের আহ্বান জানিয়েছিলেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ায় বিমান উড়াল মুক্ত এলাকা রাখার আহ্বান জানান এবং তার মুসলিম ব্রাদারহুড , সিরীয় সরকার এবং তাদের শিয়া মিত্রদের বিরুদ্ধে , কোন কোন সুন্নি মৌলানাদের জিহাদে যোগ দেয়ার আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল।
XS
SM
MD
LG